বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮

পৌর কাউন্সিলরদের সাথে মতবিনিময়

পৌরবাসীর উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে : ডাঃ দীপু মনি এমপি

গোলাম মোস্তফা
পৌরবাসীর উন্নয়নে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে  : ডাঃ দীপু মনি এমপি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি বলেছেন, চাঁদপুর পৌরবাসীর স্বার্থে সকল উন্নয়ন কর্মকান্ডের জন্য পৌর পরিষদকে সহযোগিতার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, বিগত দিনে পৌরবাসীর স্বার্থে পৌর এলাকার উন্নয়নে আমার সহযোগিতার জন্য যখন যেখানে আমার সহযোগিতা চেয়েছে, আমি আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করেছি,আগামী দিনেও সহযোগিতার হাত অব্যাহত থাকবে।

তিনি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা হলেন জনগণের খুব কাছের আশা আকাঙ্ক্ষার প্রতীক। প্রতি মুহূর্তে জনগণের কল্যাণে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে কাজ করে যাবেন এবং উন্নয়ন কর্মকান্ড কে এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল ৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুর পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চাঁদপুর পৌরসভা প্রধান সহকারী মোঃ মফিজ হাওলাদারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ জাকির হোসেন, গীতা থেকে পাঠ করেন গোপাল চন্দ্র বনিক, চাঁদপুর পৌরসভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির আগমন ও পৌরসভার বিভিন্ন সমস্যা, সমাধানসহ নানা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। চাঁদপুর পৌরসভার প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত এবং কার্যক্রমসহ নানা বিষয়ে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন পৌরসচিব আবুল কালাম ভুঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়