প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ২২:৪২
হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কমিটি গঠন
আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কাউন্সিল উপদেষ্টা ও কার্যকরি কমিটি হাজীগঞ্জ উপজেলা পৌর শাখা গঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা পর্যায়ের কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কেন্দ্রীয় সভাপতি আল্লাম্মা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের জেলা সভাপতি প্রফেসর আল্লামা নাজমুল হক আখন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ খাজা যোবায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, আল্লামা মোহাম্মদ আলী নকশেবন্দী ও অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি আবুল হাশেম মিয়াজী।
সংগঠনের উপজেলা আহবায়ক মো. জাকির হোসেন মিয়াজীর সভাপ্রধানে, মাস্টার মো. দেলোয়ার হোসেন ও মনজুর আলম পাটওয়ারীর যৌথ সঞ্চালনে এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাফেজ মাও. মো. শাহাদাত হোসেন জাহিরীর সার্বিক ব্যবস্থাপনায় সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মো. নজরুল ইসলাম আনসারী, নাতে মোস্তফা (সা.) পরিবেশন করেন, মাও. মো. শামিম আবেদী ও শানে মুর্শিদী উপস্থাপন করেন, মাও. ইমদাদুল হক।
বক্তব্য শেষে, উপজেলা পর্যায়ে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উপদেষ্টা ও উপজেলা কার্যকরি কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা জাকির হোসেন মিয়াজী ও উপদেষ্টা সদস্য আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, গাজী মাঈনুদ্দিন, হাজী জসিম উদ্দিন, কাজী আনোয়ারুল হক হেলাল, কাজী মোস্তাফিজুর রহমান নয়ন, হায়দার পারভেজ সুজন, ইমাম হোসেন, আলহাজ্ব আব্দুল মান্নান, আলহাজ্ব আব্দুল করিম, শফিকুর রহমান ও আলহাজ্ব রফিকুল ইসলাম মেম্বার ।
কার্যকরি কমিটির সভাপতি পদে মাও. মোহাম্মদ আলী নকশেবন্দী, সিনিয়র সহ-সভাপতি মাও. সিফায়েত উল্যাহ্, সহ-সভাপতি মাও. শাহাদাত হোসেন জাহেরী, খাজা বিল্লাল হোসেন, আজাদ হোসেন মিরন মুন্সী, সাধারণ সম্পাদক মাও. মাসউদুর আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাও শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাও. ত্বোহা, হাফেজ জুনাইদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. মো. জাকির হোসেন, অর্থ সম্পাদক মাও. জুবাইর আল মাহমুদ, দপ্তর সম্পাদক মাও. মুফতি মো. বদিউজ্জামান রয়েছেন।
ঘোষিত কমিটির উপদেষ্টা সদস্য ১৭ জন ও কার্যকরি কমিটির ৫১ জন। কাউন্সিলে উপদেষ্টা কমিটির ১২ জন ও কার্যকরি কমিটির ৪০ জনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে জেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কাউন্সিলে অন্যান্য অতিথিবৃন্দ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।