শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৭:৪০

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করে।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক একেএম আমিনুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাজা আহমেদ,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট

অংশীজন।

এ সময় জনসংখ্যা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়