রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৭:১০

১০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
১০০পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর সদর মডেল থানার ০৬নং পৌর ওয়ার্ডের আওতাধীন কাজী নজরুল ইসলাম সড়কের মূখার্জীঘাট সংলগ্ন সালমা নীড় বাড়ীর সামনে ১০০ পিস মাদকসহ এক মাদককারি আটক করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর সদর মডেল থানা জানায়, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে এসআই রাকিবুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় ঘটনাস্থল পাকা রাস্তার উপর হইতে ধৃত আঁখি বেগম (৪১)কে তল্লাশী করে তার পরিহিত পায়জামার ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শহরের বিভিন্ন জায়গায় এই ট্যাবলেট বিক্রি করে থাকেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। যার এফআইআর নং-২৮, জি আর নং-৫১৮।

প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসিন আলম বলেন, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়