প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:৫২
চাঁদপুর পুলিশ লাইন জামে মসজিদের খতিবের মৃত্যুতে পুলিশ সুপারের শোক
চাঁদপুর জেলা পুলিশ লাইন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আব্দুস সালাম মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম। একই সাথে তিঁনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তিনি কিছুদিন পূর্বে রাস্তা পার হয়ে পুলিশ লাইন নার্সারি নিকটস্থ নিজ বাসায় যাওয়ার সময় সিএনজি ধাক্কা লেগে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন সোমবার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম হাফেজ মোঃ আব্দুস সালাম ১৯৭২ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শাহেবগঞ্জ গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সাল থেকে পুলিশ লাইন্স চাঁদপুর এর ইমাম হিসেবে নিয়োজিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর পুলিশ লাইন জামে মসজিদের ইমাম হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।