রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:৪৮

যশোরের পুলিশ সুপার হলেন চাঁদপুরের কৃতী সন্তান মাসুদ আলম

অনলাইন ডেস্ক
যশোরের পুলিশ সুপার হলেন  চাঁদপুরের কৃতী সন্তান মাসুদ আলম

চাঁদপুরের শাহরাস্তির কৃতী সন্তান মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম মাদারীপুরের পুলিশ সুপার থেকে বদলি হয়ে যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করবেন। বর্তমানে তিনি মাদারীপুর জেলা পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-২ শাখার) উপ- সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মো. মাসুদ আলম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির প্রসন্নপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে মাসুদ আলম নটরডেম কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর এমএমএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে পুলিশ সায়েন্স বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। মোঃ মাসুদ আলম ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দুইবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) নম্বর- ৮১০৮১২৬৯২ ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এর মাধ্যমে পুরস্কৃত হয়েছেন। তিনি গত ২৭.০৯.২০২২ সালে মাদারীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করে কৃতিত্বের সহিত সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন পুলিশ হেডকোয়ার্টার ঢাকা অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়