বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৭ জুন ২০২৪, ২২:০২

মেজর (অবঃ) রফিকুল ইসলামের নির্দেশে উয়ারুকে থামবে আইদি

শাহরাস্তি ব্যুরো
মেজর (অবঃ) রফিকুল ইসলামের নির্দেশে উয়ারুকে থামবে আইদি

উয়ারুকবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়ন হওয়ার পথে। মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশে উয়ারুকে থামবে বহুল আলোচিত আইদি পরিবহনের অত্যাধুনিক বাস। শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা উত্তর দক্ষিণ ইউনিয়ন হাজিগঞ্জ উপজেলার হাটিলা, ও ডাকাতিয়া নদীর দক্ষিণ অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠী ও কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের যাত্রীরা এ সুবিধা ভোগ করবে। বৃহৎ এই এলাকার জনগণের দুর্ভোগের কথা জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এই নির্দেশনা প্রদান করেন। আইদি পরিবহনের এমডি মীর পারভেজ জানান , এমপির নির্দেশমতে উয়ারুক বাসস্ট্যান্ডে গাড়ি থামানোর প্রক্রিয়া চলছে। অচিরেই এমপি মহোদয়ের নির্দেশ বাস্তবায়ন করা হবে।

বৃহত্তর উয়ারুক এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। অতীতে কয়েকবার এ নিয়ে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করা হলেও কখনোই তারা দাবি আদায় করতে পারেনি। সম্প্রতি সময়ে আইদি পরিবহন আসার সংবাদ পেয়ে আবারো সোচ্চার হয়ে উঠে উয়ারুকবাসি। আইদি পরিবহনের সফলতা কামনা করে তারা উয়ারুকে ষ্টপেজ দেয়ার দাবি জানান। এমনকি টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক দর্জিকে এই দাবি আদায়ে সোচ্চার হতে দেখা গেছে। অবশেষে শাহরাস্তি-হাজীগঞ্জের প্রাণপ্রিয় অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশে উয়ারুক বাসির দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়