প্রকাশ : ২১ মে ২০২৪, ২৩:৩৩
ভোটারের চেয়ে এজেন্ট বেশি...
ষষ্ঠ ধাপে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে নিচতলায় ছিল পুরুষ ভোট কেন্দ্র এবং দ্বিতীয় তলায় ছিল মহিলা ভোট কেন্দ্র। দ্বিতীয় তলার মহিলা ভোট কেন্দ্রের ৩নং বুথের ভেতরে গিয়ে দেখা যায়, তিনটি সারিতে প্রার্থীদের এজেন্টরা বসে আছেন। সেখানে এতো সংখ্যক এজেন্ট দেখে জিজ্ঞেস করা হলে এ প্রতিনিধিকে সংশ্লিষ্টরা জানান, প্রার্থী বেশি থাকায় এখানে এজেন্ট সংখ্যাও বেশি। ভেতরে যত সংখ্যক এজেন্ট ছিলেন বাইরের লাইনে ততজন ভোটারও তখন ছিল না। তাই একজন রসিকতা করে বললেন ভোটারের চেয়ে এজেন্ট বেশি। ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।
|আরো খবর