রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৯ মে ২০২৪, ২০:০৮

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন

গোলাম মোস্তফা ॥ চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে (ঘোড়া) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবির সুমন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) আইয়ুব আলী বেপারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারসহ একাধিক অভিযোগ এনে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। ১৯ মে সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন মন্ত্রীর এপিএস হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরু করে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন আমি বর্তমানে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

সুমন বলেন, গত ১৩ মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, এবারের নির্বাচনে দল থেকে আমাদের দল থেকে আমাদের দলীয় কোনো প্রতীক দেয়া হয়নি, দলীয় কোন মনোনয়ন দেয়া হয়নি, এমনকি দলীয় কোন সমর্থন কাউকে দেয়া হয়নি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পদ মর্যাদা ব্যবহার করে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন এবং মন্ত্রী থেকে ভোটারদেরকে স্বার্থ পাইয়ে দেবার প্রলোভন দিচ্ছেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে অদ্যবধি মন্ত্রীর চাঁদপুর পৌর এলাকার কদমতলাস্থ বাসভবন নির্বাচন পরিচালনার প্রধান কেন্দ্র বিন্দু হিসেবে ব্যবহার করে আসছেন।

এই প্রার্থী অভিযোগ করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে। মেয়র দোয়াত কলম প্রতীকের প্রার্থী আইয়ুব আলী বেপারীর পক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনসহ সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে কাজ করছেন। এসব বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তার নিকিট লিখিত অভিযোগ দিয়েছি।

হুমায়ুন কবির বলেন, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনসহ প্রশাসনের নিকট একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে করে নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকা ব্যবহারের কোনো সুযোগ না হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

চেয়ারম্যান প্রার্থীর কাছে বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বক্তব্য দেন দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় এবং স্থানীয় গণমধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়