রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৪ মে ২০২৪, ১১:৫৬

মাদকবিরোধী সচেতনতায় শিক্ষকদের দিনব্যাপী মেন্টর তৈরি প্রশিক্ষণ

যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে শিক্ষার কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে শিক্ষার কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

"মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন "এই প্রতিপাদ্যে চাঁদপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের দিনব্যাপী মেন্টর তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষকদের দিনব্যাপী মেন্টর তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথসহ মাদক বিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, রূপকল্প ২০৪১ বাস্তবায়নের প্রধান কারিগর ও মূল চালিকাশক্তি যুব সমাজ মাদকের আগ্রাসনে দিকভ্রষ্ট হচ্ছে। তারা আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে যেখানে সামনের দিকে তাদের ভিশন নিয়ে এগিয়ে যাবে, তা না করে তারা মাদক সেবন করে জীবনীশক্তি হারিয়ে অন্ধকারে নিপতিত হচ্ছে। অন্ধকার থেকে যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করে যুব সমাজ তথা দেশের মানুষকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে পারলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে অপরাধমুক্ত, মানবিক, প্রতিযোগিতামূলক সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়