প্রকাশ : ০১ মে ২০২৪, ১৭:২১
মতলবে গরিব ও অসহায়দের মাঝে গাভী বিতরণ
মতলব দক্ষিণে বাংলাদেশ শেলটারের বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গরিব অসহায়দের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। আজ ১ মে বুধবার শেলটার এর অস্থায়ী কার্যালয়ে গাভী বিতরণ করা হয়।
বাংলাদেশ শেলটারের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ এজিপির সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইভ স্টোক এক্সটেনশন অফিসার ডাঃ মোঃ আল মামুন। বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী মোঃ মনির হোসেন, উপাদী উত্তর ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মেম্বার রেহেনা আক্তার, শেলটারের কার্যনির্বাহী সদস্য মাইন উদ্দিন, পারভীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিরাজুম মুনিরা মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল। গাভী বিতরনের পূর্বে সিরাজুম মুনিরা মাদ্রাসায় একটি সিলিং ফ্যান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।