রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৪

ইসলাম প্রিয় তাওহিদী জনতা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে চাঁদপুরে বৃষ্টির জন্য সালাত, খুতবা ও মোনাজাত

ইসলাম প্রিয় তাওহিদী জনতা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে চাঁদপুরে বৃষ্টির জন্য সালাত, খুতবা ও মোনাজাত
অনলাইন ডেস্ক

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে চাঁদপুরসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ আদায় করা হচ্ছে।চাঁদপুরেও জেলা শহরে ইসলাম প্রিয় তাওহিদী জনতা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে

বৃষ্টির জন্য আদায় করা হয়েছে সালাতুল ইসতিসকার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া ন'য়টায় চিশতিয়া জামে মসজিদ সম্মুখ চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃষ্টি জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়।

সালাতুল ইসতিসকার নামাজে ইমামতি এবং খুতবা ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।

নামাজে ওলামা মাশায়েখগণ ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লি তাওহিদী জনতা অংশগ্রহণ করেন।

সালাতুল ইসতিসকার নামাজপূর্বক আলোচনায় আল্লাহর রহমত কামনা করে বক্তব্য রাখেন,খাজা তানভীর আহমেদ পীরজাদা ইসলামপুর গাছতলা, মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা এডভোকেট মোঃ শাহজাহান খান, বিল্লাল হোসেন মিয়াজী প্রমুখ।

ইমাম মোনাজাতে বলেন, ‘সকল প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। তিনি পরম করুণাময়, দয়ালু ও শেষ বিচারের মালিক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি যা ইচ্ছা করেন। হে আল্লাহ তুমিই একমাত্র মাবুদ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। রাব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ। আমরা গুনাগার, মেহেরবানী করে আমাদেরকে মাফ করে দিন। হায় আল্লাহ হায় আল্লাহ, কঠিন পাপের কারণে সবারই কষ্ট হচ্ছে। আমাদের জন্মভূমিকে রহমতের বৃষ্টি দিয়ে সিক্ত করে দাও মাবুদ। রহমতের বৃষ্টি বর্ষণ কর, মাবুদ। রহমতের বৃষ্টিতে ঠান্ডা করে দাও, মাবুদ।

দোয়ায় চাঁদপুরসহ দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় এবং সব ধরনের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়।এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন।

নামাজ শেষে ওলামা মাশায়েখগন বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়