রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৪৬

৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারী সহকারী জজ/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারী সহকারী জজ/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক

৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারী সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে

পুলিশ সুপারের মতবিনিময় সভা

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৩ এপ্রিল) পুলিশ অফিস সম্মেলন কক্ষে রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), চাঁদপুর এর সঞ্চলনায় ৪৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

বুনিয়াদি প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। এ সময় জেলা কার্যালয় দৰ্শন (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ Power Point এর মাধ্যমে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়