রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১৪:২৩

চাঁদপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড

অনলাইন ডেস্ক
চাঁদপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড

চাঁদপুরের ঈদযাত্রা সুন্দর ও নির্বিঘ্ন করতে সড়কপথ, নৌপথ ও রেলপথে মাঠে কাজ করছে জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। সরেজমিনে দেখা যায়,

ঈদের আগের দিন ১০ এপ্রিল বুধবার সড়ক,নৌ ও রেল পথে প্রচুর মানুষ চাঁদপুর ঢুকেছে। সবাই ঈদ করার জন্য বাড়ি যাচ্ছে। এসব যাত্রী কোন হয়রানি ছাড়া গন্তব্যে পৌঁছতে পারে বিষয়টি মাঠ পর্যায় সরাসরি তদারকি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বেলা সাড়ে এগারোটার সময় চাঁদপুর লঞ্চঘাটের সিএনজি ও অটো পাকিং স্ট্যান্ডে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে চাঁদপুরে ঈদ উদযাপন করতে আসা মানুষজন যেন পরিবহন কর্মীদের দ্বারা হয়রানির শিকার না হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে বিষয়ে পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সতর্ক করছেন

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী। সঙ্গিয় ফোর্স হিসেবে তাঁর সাথে ছিলেন ডিবি পুলিশ। একই সময় লঞ্চ টার্মিনালে দেখা গেলো কোস্টগার্ডের তৎপরতা। তারা মাইকিং করে যাত্রীদের সচেতন ও সর্তক করছেন। এসময় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডারের নেতৃত্বে টহল সদস্য সাথে ছিলেন।

অপর দিকে,নদীতে স্পীড বোট নিয়ে টহল দিচ্ছে নৌ পুলিশের একাধিক টিম।সেই সাথে লঞ্চঘাটের উপরের অংশেও তাদের তৎপরতা জোরদার রেখেছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এডিশনাল ডিআইজি মোঃ কামরুজ্জামান জানান,নদীতে টহল জোরদার রাখার পাশাপাশি শহরের বড়স্টেশন মোলহেড এবং পুরাণবাজার খেয়া ও ট্রলার ঘাটের যাত্রীদের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ বদ্ধ পরিকর।

এদিকে,চাঁদপুর রেলওয়ে বড়স্টেশনে তৎপর অব্যহত রেখেছে রেল পুলিশ।

সারাদেশে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথ, রেলপথ ও সড়কপথে পুলিশের কয়েক হাজার সদস্যকে তৎপর রাখা হয়েছে। এছাড়া নৌপথে বিশেষ নিরাপত্তায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের মৌসুমে লঞ্চ ঘাট রেলস্টেশন বাস স্ট্যান্ডে চোর, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়