প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০২:১৯
চাঁদপুর জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন ও ঈদ সামগ্রী বিতরণ
ধনিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ০৯ এপ্রিল ২০২৪ তারিখ চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
এসময় তিনি জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদসহ চাঁদপুর জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাদের এবং বন্দীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
অত:পর অনুষ্ঠিত কারাবন্দিদের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকসহ জেলা কারাগারের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কারাবন্দিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।