শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ২০:২৭

একজন ব্যতিক্রমী দানশীল বাচ্চু মোল্লা

কামরুজ্জামান টুটুল
একজন ব্যতিক্রমী দানশীল বাচ্চু মোল্লা

একজন ব্যতিক্রমী দানশীল হাসান বাচ্চু মোল্লা। বাড়ি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে। বসবাস করেন কুয়েতে। চলিত রমজান ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা গবীর দুঃস্থদেরকে দিয়েছেন কমপক্ষে ৫ লক্ষ টাকাসহ ইফতার কিংবা ঈদ সামগ্রী।

কুয়েত প্রবাসীদ বাঙালি কমিউনিটিতে একজন দানবীর হিসেবে একনামে পরিচিত হাসান বাচ্চু মোল্লা। তিনি যে কোনো এতিমখানা, হেফজখানা, মাদ্রাসা, কওমী মাদ্রাসা, দুঃস্থ অসহায় পরিবার পরিজন যে বাচ্চু মোল্লার সাথে যোগাযোগ করেছে কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে সাধ্য আর সর্বোচ্চ অর্থনৈতিক সহযোগিতা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চলিত রমজানে মাসেই বাচ্চু মোল্লা চাঁদপুর শহরের আদর্শ পাড়ায় দুস্থদের মাঝে ৮০ হাজার টাকার ইফতার সামগ্রী, ফরিদগঞ্জে ৮০ হাজার টাকা, মুন্সীগঞ্জে ৮০ হাজার টাকা, একটি এতিম খানায় ২২০ জনের ঈফতার সামগ্রি, একটি কওমী মাদ্রাসা ইফতার সামগ্রি বিতরন অন্যতম।

কেন এতো মানবিক আর ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন এমন প্রশ্নে মুঠোফোনে হাসান বাচ্চু মোল্লা এ বিষয়ে তার সহযোগিতাকে প্রচার করতে নিষেধ করেছেন। বিশেষ অনুরোধে তিনি জানান, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে দিয়েছেন তা থেকে আমি দেই, এতেই আমি মনের সান্তনা পাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়