শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ২২:২০

অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সহায়তার হাত বাড়ানো সকলেল নৈতিক দায়িত্ব

.......... আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ও শামিম হাসান
অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সহায়তার হাত বাড়ানো সকলেল নৈতিক দায়িত্ব

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, শুধু ঈদ বা রমজান নয় বছরের প্রতিটি দিনেই যে যখন সুযোগ পাবেন তখনই সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সহায়তার হাত বাড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এতে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা কিছুটা হলেও মোছন হয়। সামনে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন । এই নির্বাচনে যেহেতু দলীয় প্রার্থী ও প্রতিক থাকবে না, তাই হয়তবা অনেক প্রার্থীই মাঠে দেখা যাবে। তবে অবশ্যই আমরা সরকার ও দলের প্রতি আন্তরিক এবং একনিষ্ঠ ব্যক্তিকেই আমরা যাতে নির্বাচিত করার মাধ্যমে স্থানীয় সরকারের গতিশীলতাকে এগিয়ে নিতে পারি, সেই প্রচেষ্টা থাকবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইসচেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের উদ্যোগে শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার তিন সহস্রাধিক অসহায় লোকজনের মাঝে ঈদবস্ত্র ও চিনি সেমাই বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি একথাগুলো বলেন। উপজেলা যুবলীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর আবৃুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মিয়াজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়