প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ২০:০১
নিহত যুবদল নেতাদের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
চাঁদপুরে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার
আন্দোলনে নিহত নেতাকর্মিদের পরিবারকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদান অব্যাহত হয়েছে। বিগত আন্দোলনে চাঁদপুর সদর পৌরসভা কচুয়া ফরিদগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় বিএনপির অসংখ্য নেতাকর্মী নিহত হয়।
৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ঈদ শুভেচ্ছা, ঈদ উপহার ও নগদ অর্থ গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কচুয়ায় পুলিশি নির্যাতনে নিহত যুবদল নেতা শহীদ দুলাল ও পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ জামালের পরিবারের হাতে পৌঁছে দেয়া হয়। চাঁদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহসভাপতি সরোয়ার গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক জসিমউদদীন, দেওয়ান মোঃ জুয়েল, কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এড. মাসুদ প্রধানীয়া,জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান,যুবদল নেতা আবু হানিফসহ জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় চাঁদপুর জেলা যুবদল নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার পতন আন্দোলন চলছে এবং চলবেই। যতদিন না গণতন্ত্র ও জনগণের বিজয় না হবে । এ সংগ্রামে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।