শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০১:১৩

পালে বাজার শ্রমিক ঐক্য পরিষদের ২০০ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
পালে বাজার শ্রমিক ঐক্য পরিষদের ২০০ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পাল বাজার শ্রমিক ঐক্য পরিষদের দুইশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে পাল বাজার মির্ধা মঞ্জিলের দ্বিতীয় তলায় পাল বাজার কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইউসুফ গাজীর অর্থায়নে শ্রমিকদের ঈদ উপহার হিসাবে টি-শার্ট বিতরণ করা হয়। এছাড়া পাল বাজার কাঁচামাল আড়দ্দার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক মৃর্ধার পক্ষ থেকে ২০০ শ্রমিকদের পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, পালবাজারে ব্যবসায়িক নেতা মোঃ সৈয়দ আহমেদ, মাহবুব তফাদার, সেলিম সরোয়ার, হোসেন, এস এম মফিজুল ইসলাম,পালে বাজার শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হানিফ ঢালী, সভাপতি কালা মাঝি, বাশার, মিজান, সাজু দেওয়ান, নূরে আলম, কবির, ইকবাল , বাহার উদ্দিন মৃধা ও জুবায়ের মৃধা ও সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মত এ বছরও পালে বাজার শ্রমিক ঐক্য পরিষদের ২০০ সদস্যরা ঈদ উপহার পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে তাদের অভিমত ব্যক্ত করেন। ঐতিহ্যবাহী পাল বাজার শ্রমিকদের কথা কেউ চিন্তা না করলেও পাল বাজার কাঁচামাল আড়দ্দার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক মৃধা, ও পালে বাজারে ব্যবসায়িক নেতা সৈয়দ আহমেদ মাহবুব তপদার, হোসেন সরোয়ার সেলিম সব সময় উদ্যোগ নিয়ে শ্রমিকদের পাশে থেকে সর্বদা কাজ করে আসছে। শ্রমিকদের দুঃখে-সুখে তিনি রয়েছেন। তার মতো করে অন্যান্য ব্যবসায়ীরা যাতে শ্রমিকদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ায়। পাল বাজারে যে সকল বিত্তবান ব্যবসায়ীরা রয়েছে তাদের প্রতি অনুরোধ করেন যাতে করে শ্রমিকদের পাশে থেকে তাদের খোঁজখবর নেয় সেই দাবি জানান সকল শ্রমিকরা।

এই বিষয়ে শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক মৃধা জানান, ঈদে শ্রমিকদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের নতুন জামা কাপড় দিয়ে পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের ন্যায় এ বছরও এই শ্রমিকদের লুঙ্গি পাঞ্জাবি ও টি-শার্ট বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়