শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:১৯

চাঁদপুর জেলায় ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সেই সাথে ১লা বৈশাখ

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনেরও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল চাঁদপুর জেলায় আসন্ন ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), এনএসআই উপপরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।

সভায় বলা হয়, আগামী ১০ অথবা ১১ এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। চাঁদ দেখার উপর নির্ভর করবে কোনদিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় আসন্ন ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ যথাযথ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়