শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০৫

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

----+জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

চাঁদপুর জেলায় “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার কর “ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অত:পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, ক্যাব সভাপতি বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন স্বাগত বক্তব্য রাখেন এবং দিবসের তাৎপর্যের উপর একটি ডকুমেন্টারি তুলে ধরেন।

ক্যাবের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন এ সময় উপস্থিত ছিলেন ।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও ভোক্তার অধিকার সুরক্ষায় অনলাইন কেনাকাটার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয় এবং গ্রাহকেরা যেন কোন প্রতারণার শিকার না হয় সে বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়