শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬

ফরিদগঞ্জে ড. শামছুল হক ভূঁইয়ার শোকসভা ও দোয়া

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ড. শামছুল হক ভূঁইয়ার শোকসভা ও দোয়া

চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য,

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অঙ্গ এবং সহযোগী সংগঠনের সহযোগিতায় গতকাল শনিবার বিকালে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলার কাওনিয়া ভূঁইয়া বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার ছোট মেয়ে ও সরোওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী ডা. সাবরিনা বিনতে হক যুথি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, রাজধানীর মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার, জাকারিয়া চৌধুরীর ছোট ভাই এমরান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মিজানুর ররহমান রনি, ফরিদগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, ৩নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম তসলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, ২নং বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান এইচ এম হারুন, ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোনায়েম খান, সাবেক ছাত্রলীগ নেতা জাফর উল্লাহ সুজন, ৬নং গুপ্টি ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, জেলা স্বেচ্ছাসেব লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১৫নং ইউপি চেয়ারম্যান কাউসার উল আলম কামরুল, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ১৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর হারুন অর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তুোষ দাস, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ প্রমুখ।

শোকসভায় বক্তারা বলরন, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া আমাদের মাঝে তার আর্দশ রেখে গেছেন। আমাদের রক্তবিন্দু দিয়েও ঋণ শোধ করা যাবেনা। তিনি আজীবন আমাদের অন্তরের মাঝে থাকবেন।

বক্তারা আরও বলেন, চাঁদপুর ও ফরিদগঞ্জে জীবিত শামছুল হক ভূঁইয়ার চেয়ে মৃত শামছুল হক ভূঁইয়া আরো বেশী শক্তিশালী তা প্রমানিত। তিনি এখনো আমাদের কাছে জীবিত। ড. শামছুল ভূইয়া ছিলেন একটি ইন্সিটিউট। তার স্মৃতি আমাদের মন থেকে মুছেফেলা যাবেনা। তিনি জীবন দশায় বৃহত্তর পরিষরে মানুষের সেবা করতে রাজনীতিতে এসেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়