শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৬

ফরিদগঞ্জে সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

ফরিদগঞ্জে সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
ফরিদগঞ্জ ব্যুরো

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিন ব্যাপী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,সূধীজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জের কালির বাজারে অবস্থানরত পীর তাহসিন আহমেদ সিদ্দিকী জৈনপুরী।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রয়াত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সহধর্মিণী ড. আনোয়ারা হক-এর সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরী রানী সাহার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উল্যাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, আওয়ামী লীগনেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুহিবুল্লাহ খাঁন, মুনির চৌধুরী, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার কন্যা ডা. সাবরিনা বিনতে হক জুথী, পুত্র ডা. এহসানুল হক সজল প্রমুখ।

জীবদ্দশায় ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বিভিন্ন শিক্ষা, ধর্মী, সামাজিক প্রতিষ্ঠান বিনির্মাণসহ সমাজসেবায় অনেক অবদান রেখে গেছেন।

উল্লেখ, শুক্রবার (২ ফেব্রুয়ারি ) ২০২৪ ইং সকালে ঢাকা এবার কেয়ার হাসপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়