শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৫

বিশেষ কম্বিং অপারেশন ৪১ বস্তা কারেন্টজাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
বিশেষ কম্বিং অপারেশন ৪১ বস্তা কারেন্টজাল জব্দ

ছোট ফাঁদের কারেন্টজাল উৎপাদন এবং ওই জাল দিয়ে মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু নিষিদ্ধ কারেন্টজাল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ হয়নি। এসব উৎপাদন প্রতিষ্ঠানগুলো বহু বছর বহাল তবিয়তে রয়েছে।

ইলিশের বাড়ী চাঁদপুরে বিভিন্ন ফোরামে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় কারেন্টজাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধে দাবী তোলা হয়। এসব দাবী সভা ও আলোচনায় সীমাবদ্ধ থাকায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ ইলিশসহ ছোট মাছ ধ্বংসযজ্ঞে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছে।

এদিকে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর মিনি কক্সবাজার, সফরমালি অংশে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় এবং মিনিকক্সবাজার অংশে ৬৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেরা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, নতুন কারেন্ট জালগুলো (৪১ বস্তা) মুন্সিগঞ্জ হতে বরিশাল জেলার হিজলাগামী ট্রলার হতে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত কারেন্টজাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম এর নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শাহরাস্তি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়