শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৯

মতলব দক্ষিণে একুশে ফেব্রুয়ারিতে বুক স্টল

মতলব দক্ষিণে একুশে ফেব্রুয়ারিতে বুক স্টল
রেদওয়ান আহমেদ জাকির

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব দক্ষিনে বহুদিন পরে একুশে ফেব্রুয়ারিতে যুক্ত হলো বুক স্টল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বুক স্টলের উদ্বোধন করেন।

বুক স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক ও কচিকাঁচা প্রি ক্যাডেট স্কুলের শরীরচর্চা বিষয়ক শিক্ষক কামরুল ইসলাম নিপুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিনা রহমান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান, কচিকাঁচা মেলার সম্পাদক ফারুক বিন জামান, মতলব দক্ষিণ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল, প্রভাষক ও সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।

একুশে ফেব্রুয়ারি আর বইমেলা এই দুটি যেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যোগসূত্র হয়ে আছে বহুদিন ধরে। মতলব দক্ষিণ উপজেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও বইমেলায় নতুন বইয়ের স্বাদ থেকে দূরে ছিল মতলববাসী। আর এই বিষয়টি অনুধাবন করতে পেরে মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভায় বুক স্টলের দাবি তোলেন। আর এই দাবিকে ত্বরান্বিত করতে কাজ করেন আশ্বিনপুর কলেজের প্রভাষক ও সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধির সমাজের প্রতিনিধিগণ বুক স্টলের দাবির পক্ষে মতামত প্রদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা একে স্বাগত জানান। পরে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং করোনাকালীন সময়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে আবির্ভূত ফ্রেন্ডস জোন সোসাইটি সংগঠনের তত্ত্বাবধানে বহুদিন পর হলেও একুশে ফেব্রুয়ারিতে একটি বুক স্টল করা হয়। বুক স্টলটিকে নান্দনিক করার জন্য মানবতার ফেরিওয়ালার সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির সকল সদস্য বৃন্দকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়