শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪

টেক্সটবুক আজ ফেসবুকে চলে গেছে

...........মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন

কামরুজ্জামান টূটুল
টেক্সটবুক আজ ফেসবুকে চলে গেছে

যে পাঠক বই পড়ার মাধ্যমে নিজে আত্মতৃপ্তি পেতে পারেন। বইযের প্রতি সবার কমবেশি ভালোবাসা আছে। বছরের প্রথম দিন আওয়ামীলীগ সরকার বই তুলে দেন। বই পড়ুন, জ্ঞান আহরন করুন, দেখবেন সমাজ ব্যবস্থা পাল্টে যাবে। আমরা বইয়ের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছি। টেক্সস্ বুক আজকে ফেইজবুকে চলে গেছে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে তিনদিন ব্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজীগঞ্জ পৌর মেয়র ও হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি আ স ম মাহবুব উল আলম লিপন। এ সময় প্রধান অতিথিসহ অন্যসকল নেতৃবৃন্দ বই মেলার সকল ষ্টল ঘুরে দেখেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভারস পার্টি সেন্টারে অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন

হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।

ফোরামের সদস্য জাহিদ হাসানের সঞ্চালনে এ সময় আরো বক্তব্য দেন, হাজীগঞ্জ ফোরামের সহ-সভাপতি যুগল কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক অধ্যাপক এস.এম চিশতী, সাংগঠনিক সম্পাদক ও মেলা উদযাপন কমিটির আহবায়ক মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।

অনুষ্ঠানের পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. হুজাইফা, গীতা থেকে পাঠ করেন সুজন দাস।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-২ মো. আজাদ হোসেন মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলসহ অন্যান্য অতিথিবৃন্দসহ হাজীগঞ্জ ফোরামের সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামি ২১ ফেব্রুয়ারী গুনীজনদের সম্মানা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ মেলা। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর অর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়