শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন উপ-নির্বাচনে ১১ জনের মনোনয়ন জমা

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন উপ-নির্বাচনে ১১ জনের মনোনয়ন জমা
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ১১ জন ম্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একই তারিখে অনুষ্ঠিত ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা তথা রিটানিং কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন এই সকল মনোনয়ন পত্র জমা রাখেন। উক্ত উপ-নির্বাচনগুলো তফসিল ঘোষনা হয় গত ২৪ জানুয়ারী। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া ষ্টোকজনিত কারনে মৃত্যু বরন করলে পদটি শূন্য ঘোষনা করা হয়।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মোট ১৪ জন মনোনয়ন পত্র ক্রয় করলে ও ৪জন বাদে বাকী ১১ জন মঙ্গলবার তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র জমা দেন। রাজারগাঁও ইউনিয়নে মোট ভোটারের সংখ্য ২১ হাজার ৪‘শ ২৩ জন। গর্ন্ধব্যপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৭শ ৬০ জন।

রাজারগাঁও ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমাদানকারী প্রার্থীগন হলেন, সিদ্দিকুর রহমান (পশ্চিম রাজারগাঁও), মিজানুর রহমান তালুকদার ( মেনাপুর), শাহজাহান মিয়া ( পূর্ব রাজারহাঁও), মফিজুর রহমান ( পূর্ব রাজারগাঁও), আনোয়ার হোসেন ( পূর্ব রাজারগাঁও), মনির হোসেন পাটোয়ারী (পশ্চিম রাজারগাঁও),আবুল কালাম ( পশ্চিম রাজারগাঁও), রফিক পাটোয়ারী ( পশ্চিম রাজারগাঁও) . রফিকুল ইসলাম ( পূর্ব রাজারগাঁও), মোহাম্মদ আক্তার হোসেন (পূর্ব রাজারগাঁও), হাজী মো: আবুল কালাম (মুকুন্দসার)।

অপরদিকে গন্ধর্ব্যপুর (দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মনোনয়ন জমাদানকারী সদস্য পদে কার্তিক , ওহিদুল ইসলাম, খোরশেদ আলম, মীর হোসাইন, খলিলুর রহমান, মোঃ সফিউল্যাহ।

রিটানিং কর্মকর্তার কার্যালয়ের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ১৩ ফেব্রæয়ারী ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৫ ফেব্রæয়ারী যাচাই-বাছাই, ১৬-১৮ ফেব্রæয়ারী আপিল দায়ের, ১৯-২০ ফেব্রæয়ারী আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রæয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ২৩ ফেব্রæয়ারী প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৫ উপবিধি ১ অনুযায়ী হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের সময় সূচী প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী মিয়া ও ১৩ সেপ্টেম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মুনছুর আহমেদ মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে গত বছরের ২৫ সেপ্টেম্বর পদসমূহ শূণ্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারি করেন, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ আব্দুল হাদী মিয়া ইউপি চেয়ারম্যান এবং একই দিনে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে মুনছুর আহমেদ ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়