প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩
একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে ও ফরিদগঞ্জে মেডিকেল ক্যাম্প এবং ঔষধ ও শীতবস্ত্র বিতরণ
গত ২৭ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ শনিবার দিনভর একাত্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আমেরিকা প্রবাসী কবির পাটওয়ারী এবং একাত্তর ফাউন্ডেশন ইউএসএ'র সভাপতি পারভিন পাটওয়ারী মনি'র উদ্যোগে চাঁদপুরে ও ফরিদগঞ্জে মেডিকেল ক্যাম্প এবং ঔষধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব বাংলাদেশ কর্ম কমিশনের সম্মানিত সদস্য মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী এবং সভাপতিত্ব করেন দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলাল।
|আরো খবর
ওইদিন বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউজ কমিউনিটি সেন্টারে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ'র অর্থায়নে এবং দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সমন্বয়ে হতদরিদ্র, পঙ্গু, প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের টিম লিডার প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরিয়ার, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম, নাজিরপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি পদ্মা হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ ছফিউল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার বিভাগীয় সম্পাদক লায়ন গোলাম হোসেন টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়।
এর আগে সকাল ১০ টায় ফরিদগঞ্জ উপজেলাধীন সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়িতে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ'র অর্থায়নে এবং পাটওয়ারী ফাউন্ডেশন ও দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সমন্বয়ে হতদরিদ্র, পঙ্গু, প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় লোকজনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে প্রয়োজনীয় ঔষধ এবং তাদের সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে দীর্ঘ সময় ব্যাপী প্রতিমাসের নির্ধারিত মেডিকেল ক্যাম্পের চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক মোঃ নাজমুল হোসেন। অনুষ্ঠানের মাঝামাঝি সময় এসে দীর্ঘক্ষণ ধরে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুরের স্বনামধন্য চিকিৎসক সৈয়দা বদরুন নাহার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত রোগীদের উদ্দেশ্যে ঘোষণা করেন এখানে আগত সকল রোগীদের এবং তাদের পরিবার-পরিজনের চিকিৎসা ফ্রি হিসেবে করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর শহরের এবং ফরিদগঞ্জের বিভিন্ন এলাকার হতদরিদ্র, পঙ্গু, প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় লোকজনের মাঝে বিশেষ প্যাকেজ হিসেবে পাঁচ শতাধিক প্যাকেট বিতরণ করা হয়। এসব প্যাকেটে রয়েছে ১ টি করে উলের কান টুপি, হ্যান্ড গ্লাভস ও উলের লং পা মৌজা।