শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯

নিতাইগঞ্জ মন্দিরে অসীম মিশ্রের অকাল প্রয়াণে প্রার্থনা ও স্মরণ সভা

অনলাইন ডেস্ক
নিতাইগঞ্জ মন্দিরে  অসীম মিশ্রের অকাল প্রয়াণে প্রার্থনা ও স্মরণ সভা

সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি" চাঁদপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ,সংগঠক ও সমাজ সেবক গরীবের ডাক্তার নামে পরিচিত অসীম কুমার মিশ্রের অকাল প্রয়াণে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর পুরাণবাজার নিতাইগঞ্জ সর্বজনীন পূজা মন্দিরে ডাঃ অসীম কুমার মিশ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী নিতাইগঞ্জ সর্বজননীন পূজা মন্দির কমিটির আয়োজনে অনুষ্টিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির উপদেষ্টা প্রমোদ দাস। অবসরপ্রাপ্ত অধ্যাপক সমীরণ ঘোষের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ গোপ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিব মাঝি। প্রয়াত ডাঃ অসীম মিশ্রের খেলাধুলা, চিকিৎসা সেবা ও কর্মময় জীবন সম্পর্কে অন্যদের মধ্যে আলোকপাত করেন সাংবাদিক বিমল চৌধুরী, নিতাইগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা, সহসভাপতি প্রানতোষ চন্দ্র দাস বিটু, নিতাইগঞ্জ মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশীষ দেবনাথ, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল,নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের পক্ষে বোরহান খান,হারাধন ঘোষ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিমল সেন, সাংস্কৃতিক কর্মী স্বজল সাহা, চিকিৎসক সুব্রত চক্রবর্তী, মন্দির কমিটির সদস্য মানিক সাহা, গৌতম মজুমদার, শ্যাম সাহা, কানাই সাহা, পলাশ বণিক, শিশির সাহা, প্রণব নন্দী, প্রদীপ সাহা প্রমুখ।

প্রায়ত ডাঃ অসীম মিশ্রের সন্তান নিপুন ও নিলয় মিশ্র বাবার কোন ভুল ভ্রান্তি থাকলে তা ক্ষমা করে দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন। বক্তাগণ অসীম মিশ্রের স্মৃতিচারন করতে গিয়ে বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন তার যে অবদান ছিল তা আমরা পুরানবাজারবাসী ভুলতে পারব না, সর্বগুনে গুনাম্বিত এই মানুষটি ছিল প্রচার বিমুখ ও নির্লোভ। তার সবচেয়ে বড় গুন ছিল কখনো কোন রোগীকে গরীব, ধনী হিসেবে বিবেচনা করেনি। আগে তার চিকিৎসার চিন্তা করেছে। টাকা দিতে পারবে কি পারবে না সেই চিন্তা কখনো করেনি। আমরা অকালে এই মানুষটিকে হারালাম। উল্লেখ্য ডাঃ অসীম মিশ্র গত ১৮ জানুয়ারি দুপুর আড়াইটায় চাঁদপুর শহরের ফেমার্স হাসপাতালে ঠান্ডাজনিত কারনে মৃত্যুবরন করেন। তিনি নিতাইগঞ্জ সর্বজনীন পূজা মন্দিরের সভাপতিসহ বহু সামজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বপালন করেছেন সততার সাথে। তার মৃত্যুতে পুরানবাজারবাসী গভীর শোক প্রকাশ পূর্বক শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়