প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১৫:৩৯
বৃষ্টিতে চাঁদপুর শহরের কয়েকটি রাস্তার অবস্থা নাজুক : চলাচলে প্রতিবন্ধকতা
বিগত কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুর শহরের কয়েকটি রাস্তার নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। চলাচল করতে গিয়ে সৃস্টি হচ্ছে প্রতিবন্ধকতার। বিশেষ করে রিক্সা, অটোতে চলতে গেলে ভাঙ্গা-চুরা রাস্তার অস্তিত্ব হারে হারে টের পাওয়া যায়।
|আরো খবর
বর্তমান সময় শহরের পুরানবাজার, নতুনবাজারের কুমিল্লা রোড, মিজানুর রহমান সড়ক, বাকালী পট্রি, মেরকাটিজ রোড, রয়েজ রোডসহ বিভিন্ন রাস্তাঘাট ঘুরলে পাকা রাস্তাঘাটের ক্ষত চিহ্ন চোখে পড়ে। কয়েকদিনের অনবরত বৃস্টির কারনে শহরের এসকল রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন স্থানে গর্ত। বৃস্টির পানি জমে যাওয়ার ফলে রাস্তার কাজে ব্যবহৃত ভিটুইমিন মিশ্রিত ছোট ছোট পাথর উঠে গিয়ে রাস্তায় এধরনের গর্তের সৃস্টি হয়েছে।
প্রথমে গর্তগুলো ছোট থাকলেও তা ধীরে ধীরে বড় হচ্ছে। অথচ এই অবস্থা শুরুর প্রাক্কালেই যদি সড়ক ও জনপথ বিভাগ বা পৌর কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতেন তাহলে হয়তো তা রোধ করা সম্ভব হতো। সময়মত ব্যাবস্থা না নেওয়ার ফলেই মানুষকে এসকল ক্ষত বিক্ষত রাস্তায় দিয়ে চলতে গিয়ে হোচট খেতে হয়। অনেক সময় গর্তে পড়ে গিযে ছোট ছোট যানবাহনকেও ক্ষতির শিকার হতে হয়।