প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫
চাঁদপুরে বিশ্ব এইডস দিবস পালিত
"Let Communities Lead" চাঁদপুরে
|আরো খবর
বিশ্ব এইডস দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০১ ডিসেম্বর ২০২৩ তারিখ 'কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ' প্রতিপাদ্যে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাত সহ জেলা ও উপজেলার সংশ্লিষ্ট অংশীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করে এইডস এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই।এইচআইভি এইডস সম্পর্কে অসচেতনতায় সংক্রমণ ঝুঁকি বাড়ে। এইচআইভি প্রতিরোধের মূল উপাদান হলো শিক্ষা, সচেতনতা, ঝুঁকির মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা।
এইডস রোগীর সংক্রমণ রোধে প্রতি জেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন; মাদক গ্রহণকারী, যৌনকর্মী, তৃতীয় লিঙ্গ ও সমকামীদের মধ্যে এইচআইভি চিকিৎসা নিশ্চিত; আক্রান্তদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেসব কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও বৈষম্য রয়েছে তা দূর করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার উপর গুরুত্বারোপ করা হয়।