শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ২০:০৫

তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ

চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

গোলাম মোস্তফা
চাঁদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও  ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ ৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম বলেন, গতকাল আমরা দেখলাম সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ছেলে তারেক রহমানের নামে ফরমায়েশি রায় দিয়েছে। আমরা মনেকরি এই রায় শেখ হাসিনা লিখেছেন।কাজেই এই রায় আমরা মানিনা।আমরা মনেকরি এই রায় এদেশের স্বাধীনতার বিরুদ্ধে। শেখ হাসিনা রংপুর গেছে সেখানে তারা আমাদের চেয়ে লোকসমাগম বেশি দেখাইতে গিয়ে টাকার বিনিময়ে লোকজন জড়ো করছে।

উনাদের টাকার অভাব নেই, তাই টাকা দিয়ে লোক আনে।আর বিএনপির সমাবেশে লোক আনতে হলে দাওয়াত দিলে বা বিএনপির সমাবেশ কথাটি মাইকের আওয়াজ টুকু তাদের কানে গেলে লোকজন জীবনের ঝুকি নিয়ে আসতে শুরু করে ।আজকে আমরা কর্মসূচি দিলে তারা পাল্টা কর্মসূচি দেয়। অথচ পাকিস্তান আমলেও আমরা পাল্টা কর্মসূচি দেখিনি।নতুন ভাবে বিএনপিকে ধরার জন্য কর্মসূচি দিচ্ছে। বলেদিতে চাই ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেদের সামলান।নয়তো এর জবাব রাজপথে দেওয়া হবে।বিশ্ববাসী আজকে শেখ হাসিনাকে ধিক্কার জানাচ্ছে অতএব সাবধান।আপনারা হাতে লাঠিবাস নিয়ে মাঠে নামেন।আমাদের হাতে লাঠিবাস নিতে বাধ্য করবেন না।মনেরাখবেন আমাদের হাতে উঠলে বল পরিস্থিতি পাল্টে যাবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও যুবদলের সাধারন সম্পাদক নূরুল আমিন খান আকাশ, ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল পাটওয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, শহর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম নজু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ চোকদার, সামছুল আরেফিন, মাসুদ মাঝি, সদর আহ্বায়ক হাবিবুল ইসলাম,পৌর ছাত্রদলের সভাপতি মামুন খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়