শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ২৩:১৪

শাহরাস্তিতে পুড়ে যাওয়া শিশু সোহানের পরিবারের সহযোগিতার আশ্বাস দিলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে পুড়ে যাওয়া শিশু সোহানের পরিবারের সহযোগিতার আশ্বাস দিলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

শুক্রবার দুপুরে শাহরাস্তি উপজেলার আলীপুর গ্রামের মেম্বার বাড়ির রবিউল ইসলামের বসত ঘরে আগুনে পুড়ে ১০ বছরের প্রতিবন্ধী শিশু মারা যাওয়ার পর ঘটনা জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম শিশু সোহানের পিতা রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দিয় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি পুড়ে যাওয়া বসত ঘর নির্মাণসহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ঘটনাস্থল পরিদর্শন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ কে নির্দেশ দেন। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর্থিক সহায়তা প্রদান করেন। শাহরাস্তি হাজীগঞ্জ উপজেলার অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম জানান, পরিবারটিকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে। আমরা পুড়ে যাওয়া বসত ঘর নির্মাণসহ সার্বিক সহযোগিতা করবো। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমি সোহানের পরিবারের সাথে কথা বলেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়