শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ২২:১৯

মতলব দক্ষিণে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আঁধারে আলোর মশাল' এই শ্লোগান নিয়ে সামাজিক সংগঠন "অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন" এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ জুলাই বিকাল ৩ টায় মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নূরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈরুত লেবাননের বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মিঞা মোঃ মামুন, মাসুদ হাজী, মো. আব্দুস সাত্তার বিএসসি, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, চাঁদপুর এলজিইডির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামছল হক মহাসিন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাউছার আলম পান্না, রুবেল পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইব্রাহীম পাটোয়ারী।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম রবি, মো. ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. জনি পাটোয়ারী, কালিকাপুর লোটাসবার্ড চ্যারিটি ফোরামের সভাপতি মো. নাজমুল হাসান, হিউম্যানিটিজ অর্গানাইজেশনের মো. ফরহাদ আহমেদ আলী, উত্তর কালিকাপুর একতা বন্ধনের সভাপতি মো. ডালিম পাটোয়ারী, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী আলিমুন্নাহার।

অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়