প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০১:০৮
পহেলা জুলাই চাঁদপুর রোটারী ক্লাবের বিভিন্ন উদ্যোগ গ্রহণ
১ জুলাই নতুন রোটারী বর্ষকে স্বাগত জানাতে এবং ২০২৩-২৪ রোটারী বর্ষের থিম Create Hope in the world বাস্তবায়নে চাঁদপুর রোটারী ক্লাব বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
|আরো খবর
ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাব সারাবছরই কোনো না কোনো প্রকল্প পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে চাঁদপুর রোটারী ক্লাব, রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশে অত্যন্ত গতিশীল অবস্থানে আছে। বিগত বছরের কর্ম প্রেরণাকে পাথেয় করে নতুন রোটারী বর্ষের থিম Create Hope in the world বাস্তবায়নে ২০২৩-২৪ রোটারী বর্ষে যেসব প্রকল্প হাতে নিয়েছে সেগুলো হলো : স্কুল শিক্ষার্থীদের পোশাক বিতরণ, মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক বিতরণ, স্বাবলম্বীকরণে গবাদি পশু বিতরণ, পঙ্গু/অঙ্গহানি রোগীর সহায়তা, বৃক্ষরোপন কর্মসূচী।
চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে বিকেল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর রোটারী ক্লাবের অনারারী রোটাঃ কামরুল হাসান।
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকল রোটারিয়ানদের নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিএইচএফ ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম।