শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১৮:৫১

সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন!

মিজানুর রহমান
সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন!

রাজধানীর সদরঘাটে ঢ্কা-চাঁদপুর রুটের এমভি ময়ূর-৭ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে।শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় আগুন লাগার এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সদরঘাটে ময়ূর নামক লঞ্চে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে মোট ১৩টি ইউনিট কাজ করছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়