প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১৬:৩৬
কাভার্ড ভ্যানের চাপায় সড়কে ঝরলো সিএনজি স্কুটার যাত্রীর প্রাণ
কাভার্ড ভ্যানের চাপায় সড়কেই ঝরলো সিএনজি স্কুটার যাত্রী তাজুল ইসলাম (৫৫) প্রান। একই ঘটনায় সিএনজি চালিত স্কুটারের অপর ৩ যাত্রী রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। মঙ্গলবার (২৭ জুন )বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের এনায়েতপুরের বটতলায়। নিহত তাজুল ইসলাম পাশের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কুলশী চৌকিদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রোটা: জাহাঙ্গীর আলম জানান, সিএনজি চালিত স্কুটারটি হাজীগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি স্কুটারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মারাত্বক আহত সিএনজি স্কুটার যাত্রীদের আত্মচিৎকারে পাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ৪ কন্যা আর ২ পুত্র সন্তানের জনক তাজুল ইসলাম শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে নৈশ প্রহরী ও একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। মূলত ঐ হাসপাতালের কিছু ঔষধ আনতে গিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত তাজুল ইসলামের লাশ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছি। এ ঘটনায় অপর আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: গোলাম মাওলা জানান, আহতদের অবস্থা বেগতিক হওয়ার কারনে সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান,কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত স্কুটারটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলান প্রস্ততি নেয়া হচ্ছে।