শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১৮:২৭

মতলবে এতিমের সম্পত্তি দখলের অভিযোগ

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে এতিমের সম্পত্তি দখলের অভিযোগ

মতলব পৌর এলাকার চরমুকুন্দি প্রধানীয়া বাড়ী এলাকায় এতিমের জায়গা দখলের অভিযোগসহ মারধরের ঘটনা ঘটেছে। আজ ২৩ জুন সকালে নিজ জায়গা থেকে বালি নিয়ে গোরস্থানে দেয়ালের পাশে দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।

সরজমিনে গিয়ে জানা যায়, চরমুকুন্দি প্রধানীয়া বাড়ী এলাকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ইব্রাহিম জমাদার একই এলাকার এতিম জোবায়ের আহম্মেদ তুষারের পৈত্রিক সম্পত্তি দখল নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে তুষারের ফুফাতো ভাই মোঃ মোজাম্মেল হক তাঁর মায়ের কবরের দেয়াল ফেটে যাওয়ার কারণে বালি চাইলে তুষার তার পৈত্রিক সম্পত্তি হতে বালি নিতে বলে। ওই সময়ে ইব্রাহিম বালি নিতে বাধা দেয়। এ সময় তুষারের বোন এলিনা কবরস্থানে দেয়াল ফেটে গেছে বালির প্রয়োজন জানায়। এ সময় ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে এলিনা ও তার এক বছরের ছোট মেয়ে জারিফাকে মারধর করে। তারা মতলব সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এলাকাবাসী জানায়, তুষারের পিতার জীবদ্দশায় এ সম্পত্তি ভোগ দখল করে গেছে। পরবর্তীতে তুষার নিজস্ব অর্থায়নে এ জায়গাটি ভরাট করে। ভরাট করার পর থেকেই ইব্রাহিম এ জায়গা দখল করার চেষ্টা করছে। বালি নেয়াকে কেন্দ্র করে ইব্রাহিম জমাদার মা ও মেয়ের গায়ে হাত তুলেছে। ইব্রাহিম এলাকার শান্তি বিনষ্ট করছে এবং এতিম ছেলের সম্পদ দখলের চেষ্টা করছে।

জোবায়ের আহমেদ তুষার জানায়, আমি গরীব ও অসহায়। আমার পৈত্রিক সম্পত্তি আমার ভোগ দখলে রয়েছে। ইব্রাহিম জমাদার আমার জায়গা জোর পূর্বক দখল করার চেষ্টা করছে। আমার বোন ও ভাগ্নিকে মারধর করছে। আমি বিষয়টি পৌর মেয়রসহ পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। আমি ইহার সুষ্ঠু বিচার আশা করছি।

ইব্রাহিম জমাদার জানায়, এটার আমার পৈত্রিক সম্পত্তি। তুষারদের জায়গা এখানে নেই। আমি কাউকে মারধর করিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়