প্রকাশ : ২০ জুন ২০২৩, ২০:১৫
হযরত মাদ্দাহ্ খাঁ (র:) মসজিদ মাজার কমপ্লেক্সের মোতওয়াল্লীর দাফন সম্মন্ন
হাজীগঞ্জসহ তৎসংলগ্ন অঞ্চলের সর্বজন শ্রদ্বেয় আলীগঞ্জ কাজী রিয়াজ উদ্দিন ওয়াকফ এস্টেট এর ঐতিহাসিক হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বাদ জোহর মসজিদ ও মাজার কমপ্লেক্স মাঠে
জানাযা শেষে কমপ্লেক্সের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত রোববার দিনগত রাতে রাজথানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এলাকা- ৭ (চাঁদপুর, কুমিল্লা, বি-বাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনি, ও নোয়াখালী জেলা) এর পরিচালক, হাজীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা কেন্দ্রীয় সমাবায় সমিতির লিমিটেড এর চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
জানাজায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অধ্যক্ষ মাওলানা আবু জাফর মাইনুদ্দিন, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম খুশু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ, গাউছিয়া কমিটি বাংলাদেশের পক্ষে ক্বারি মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী, এলাকাসীর পক্ষে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার, পরিবারের পক্ষে মরহুমের একমাত্র ছেলে কাজী মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাওলানা মোস্তফা কামাল প্রমুখ। জানাজায় আরো অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, পৌর কাউন্সিলর জাহিদুর আলম আজহার,সহ অন্যান্য জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও অঙ্গ-সহযোগি সংগঠন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী এবং কয়েক শতাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।