শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ২০:৪০

চাঁদপুর জেলা মৎস্যজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
চাঁদপুর জেলা মৎস্যজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন রবিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্যজীবি দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এডভোকেট মোঃ সেলিম ভূইয়া। এসময় তিনি বলেন,আগামীতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। এজন্য সবাইকে এক হতে হবে। আপনারা কাজ করে যান।আগামীতে দল ক্ষমতায় আসলে অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসছে।এখন কিন্ত প্রশাসনও আগের মতো নেই।সার্বিক দিক চিন্তা করলেও বুঝাযায় বিএনপি ক্ষমতায় আসছে।এমন একটি সময়ে মৎস্যজীবি দলের সম্মেলন হচ্ছে। যখন সামনেই কঠিন আন্দোলন আসছে।আপনাদেরকে অবশ্যই সেসময়ে রাজপথে থাকতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন বিভাগীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সনি।

চাঁদপুর জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী, হাইমচর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম প্রমূখ । এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।সম্মেলনে পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কন্ঠ ভোটে পুনরায় মোস্তফা কামাল সভাপতি, মিজানুর রহমান সাধারণ সম্পাদক এবং শাহ-আলম বাদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়