শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৭:৩৮

ঢাকাস্থ হাজীগঞ্জ শাহরাস্তির নাগরিক সমাজের উদ্যোগে ইঞ্জি. মো. হোসাইনের নাগরিক সংর্বধনা।

কামরুজ্জামান টুটুল
ঢাকাস্থ হাজীগঞ্জ শাহরাস্তির নাগরিক সমাজের উদ্যোগে ইঞ্জি. মো. হোসাইনের নাগরিক সংর্বধনা।

হাজিগঞ্জের কৃতি সন্তান আইইবি, ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন কে নাগরিক সমাজের পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়। ঢাকাস্থ হাজীগঞ্জ শাহরাস্তির নাগরিক সমাজের উদ্যোগে ইঞ্জি. মো. হোসাইনকে এই নাগরিক সংর্বধনা দেয়া হয়।

গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি জনাব মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সিরাজুল ইসলাম, সাবেক সচিব ফারুক হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম, সাবেক কর কমিশনার মো: আব্দুল মালেক, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব সহিদুল্লাহ মিয়া, সাবেক অতিরিক্ত সচিব নাজমুল আহসান মজুমদার,সাবেক অতিরিক্ত সচিব ড. মো: আব্দুল হক তালুকদার, সুপ্রিমকোর্টের আইনজীবী এড. মো: হুমায়ন কবির সহ সরকারের বর্তমান ও প্রাক্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সমাজসেবক সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ করে ঢাকাস্হ হাজিগন্জ -শাহরাস্তির তরুনদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল। অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেছেন এবং তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাজিগন্জ -শাহরাস্তির এম পি হিসেবে দেখার প্রত্যাশা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়