প্রকাশ : ১৫ জুন ২০২৩, ২০:১১
আসন্ন ঈদ-উল-আজহা উদযাপনের জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
আসন্ন ঈদ-উল-আজহা যথাযথভাবে উদযাপনের নিমিত্তে ১৫ জুন ২০২৩ তারিখ বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
সভার শুরুতে গত বছরের সিদ্ধান্তসমূহ উপস্থাপন এবং সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোছাম্মৎ রাশেদা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার চাঁদপুর, মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), উপপরিচালক এনএসআই,শাহ আরমান আহমেদ,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর আড়াই'শ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কেএম মাহাবুর রহমান
প্রমুখ।
সভায় ঈদ-উল-আজহার নামাজের জামাত, পশুর হাট ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, গণপরিবহনে ভাড়া,বাজার মনিটরিং এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইউএনও, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন ঈদগাহ কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক কামরুল হাসান ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সকলকে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।