প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১৯:৫৮
চাঁদপুরের সাংবাদিকদের সাথে প্রবাসী কল্যান সমিতি জেদ্দা সৌদি আরব শাখার মতবিনিময়
চাঁদপুরের সাংবাদিকদের সাথে প্রবাসী কল্যান সমিতি জেদ্দা সৌদি আরব শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রবাসী কল্যান সমিতি জেদ্দা সৌদি আরব শাখার সদস্য সচিব জয়নাল আহমেদ বেপারী।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জি এম শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রবাসী কল্যান সমিতি জেদ্দা সৌদি আরব শাখার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।
তিনি বক্তব্যে বলেন, সৌদিআরবের যে কোন জায়গায় চাঁদপুরের কোন ভাই বিপদে পরলে আমাদের সংগঠন এগিয়ে যায়। অনেক প্রবাসীরা বিদেশে মারা যায়, টাকার জন্য লাশ আনতে পারে না। প্রবাসীদের লাশটি দেশে আনতে সরকারি ভাবে যেনো দেশে আনার ব্যবস্থা করা হয়। সাংবাদিকরা সৌদি আরব গেলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পায়, কিন্তু রেমিটেন্স যোদ্ধারা একবারে দেশে চলে আসলে ভাতা তো দূরের কথা বিমানবন্দরে যে ব্যবহার করা হয়, তা খুবই দুঃখজনক। রেমিটেন্স যোদ্ধারা যেনো এয়ারপোর্টে নূন্যতম সম্মানটুকু যেনো পায়। সৌদি আরবের রাষ্ট্রদূত চাঁদপুরের। বর্তমানে সৌদি আরবে প্রবাসীরা অনেক সহযোগিতা পায়। এই সমিতি চাঁদপুর জেলার ৮টি উপজেলার যে কোন সৌদি প্রবাসী সব ধরনের সহযোগিতা পাবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মাধাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।