শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ২১:১৯

দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

বাবুল মুফ্তি
দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

চাঁদপুর জেলা থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পত্রিকা দৈনিক একাত্তর কন্ঠ এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানটি আয়োজন করেন একাত্তর কন্ঠ পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউর রহমান বেলাল।

সিনিয়র ষ্টাফ রিপোর্টার সাংবাদিক ইসমাইল খান টিটুর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, একাত্তর কন্ঠ পত্রিকার বিভাগীয় সম্পাদক রোটাঃ ডাঃ মাসুদ হাসান, অ্যাড. আলমাছ মিয়া, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সমাজকর্মী মামুনুর রশীদ, মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইন রিফাত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তার সঠিক কাজে লাগিয়ে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলতে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে, স্বাধীনতা বিরোধীতা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। যা বাঙালী জাতির জন্য কলঙ্কের বিষয়। তবে আমরা যারা আছি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে কাজ করব, এই হোক আমাদের অঙ্গীকার।

এমএ কুদ্দুস আরও বলেন, একাত্তর কন্ঠ পত্রিকারটি একটি স্বাধীনতার স্বপক্ষের পত্রিকা। তাই আমি আশা করি এই পত্রিকার সকল সাংবাদিকগণ মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সরকারের সহায়ক হিসেবে কাজ করবেন। তাহলেই আগামী দিনে আমরা পৌঁছে যাব স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে। তিনি সবাই আন্তরিক ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়