শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১৮:৩০

হাজীগঞ্জে কসাইয়ের ফ্রিজে থাকা আড়াই মন  পঁচা গরুর মাংস জব্দ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে কসাইয়ের ফ্রিজে থাকা আড়াই মন  পঁচা গরুর মাংস জব্দ

হাজীগঞ্জ বাজারের এক মাংশ বিক্রেতা তথা কসাইয়ের ফ্রিজে রক্ষিত একশ কেজির বেশি পঁচা গরুর মাংস ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের হাজী আবু তাহের গরুর মাংসের দোকান থেকে পঁচা মাংস জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাংসগুলো নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ধ্বংস করা হয়।

জানা গেছে, এ দিন দুপুরে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করেন, উপজেলা স্যানেটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সামছুল ইসলাম রমিজ। এসময় হাজী আবু তাহের গরুর মাংসের দোকানের রেফ্রিজারেটরে (ফ্রিজ) রাখা দুর্গন্ধযুক্ত একশ কেজির বেশি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।

অভিযানে হাজী আবু তাহের মাংসের দোকানের মালিক মো. আবু তাহেরসহ অন্যান্য মাংস ব্যবসায়ীদের সর্তক এবং উপস্থিত জনসাধারণকে নিরাপদ খাদ্য আইনে বিভিন্ন ধারা উল্লেখ করে সচেতন থাকার আহবান জানান মো. সামছুল ইসলাম রমিজ। এরপর জনসম্মুখে জব্দকৃত পঁচা মাংস ধ্বংস করা হয়।

এ বিষয়ে মাংসের দোকানের মালিক মো. আবু তাহের জানান, মাংসগুলো এক মাস আগে ফ্রিজে রাখা হয়েছে। তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি দোকানে আসেন নি, তাই মাংসগুলো বিক্রয় করা হয়নি।

উপজেলা স্যানেটারি পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ জানান, বিক্রয় করার উদ্দেশ্যে র্দূগন্ধযুক্ত পঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখায় দোকানের মালিক ও মাংস বিক্রেতা মো. আবু তাহের ও হারুন মিয়ার নামে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হেেয়ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়