রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ২১:৫৩

শাহরাস্তির ধামরা উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রি

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তির ধামরা উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রি

বিদ্যালয় কমিটির সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয় আঙ্গীণার গাছ বিক্রি করেছে বিদে্যুাসাহী সদস্য মজিবুর রহমান। ঘটনাটি ঘটেছে ৬ জুন মঙ্গলবার উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের ধামরা উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় শিক্ষকরা জানান, কে বা কারা গাছ বিক্রি করেছ এ ব্যাপারে আমরা কিছুই জানি না। বিদ্যালয়ের গাছ কাটার ব্যাপারে কমিটির কোনো সিদ্ধান্ত বা রেজুলেশনও হয়নি।

অপর দিকে গাছ ক্রেতা সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয় কমিটির লোকজন হতে গাছ ক্রয় করেছি এবং বিদ্যালয় বিদে্যুাসাহী সদস্য মোঃ মজিবুর রহমান আমার নিকট হতে সাড়ে তিন হাজার টাকা নিয়েছে। তিনি আরো বলেন, আমার ক্রয়কৃত গাছ কাটতে উদ্যোগ নেই। অপরদিকে গাছ বিক্রির ব্যাপারে বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিছকে জিজ্ঞেসা করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।

বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা যায়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের টেবিল-চেয়ার সম্পূর্ণ ভাঙ্গা এবং ব্যবহারের অযোগ্য। বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদে্যুাসাহী সদস্য মজিবুর রহমান, ইউপি সদস্য ও পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম বাবুলসহ কতেক ব্যক্তি সে দিকে নজর না দিয়ে বিদ্যালয়ের গাছ বিক্রি করে টাকা হাতিয়ে নিতে উৎসাহিত হয়ে উঠে। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলেও অনেকেই ভয়ে মুখ খুলতে রাজি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলছেন, পরিচালনা পর্ষদের কতেক সদস্যর একগুয়েমির কাছে আমরা অসহায়। অপর দিকে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ বলেন, কেউ অভিযোগ করে নাই। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়