প্রকাশ : ০১ জুন ২০২৩, ২০:০৯
বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকছে চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের ফেরী চলাচল
যোগাযোগ ব্যবস্থাপনার অসঙ্গতিপূর্ণ কারনে আজ ২ জুন ও কাল ৩ জুন দুইদিন চাঁদপুর শরিয়তপুর নৌ রুটের ফেরী চলাচল বন্ধ থাকবে। ১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণাঘাটের এজিএম (কমার্স) ফয়সাল আলম চৌধুরী।
জানা যায়, শরিয়তপুরের বেইলী ব্রীজের বালা বাজারের সংযোগ সড়ক নির্মাণে কাজ করবে সড়ক বিভাগ। আর এতে করে সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। আর তাই বড় বড় পরিবহনবাহী ট্রাক ও গাড়ী ফেরীতে আসার সুযোগ নেই। তাই তেলের অপচয়রোধে হরিণা ফেরীঘাটের ৬টি ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণাঘাটের এজিএম (কমার্স) ফয়সাল আলম চৌধুরী বলেন, আমাদের এখানে ৫টি কে টাইপ এবং ১টি রো রো ফেরী চলাচল করে। যার মধ্যে ৩টি করে ফেরী আসা যাওয়ায় ব্যবহার করি। কিন্তু স্বাভাবিক দিনেই গাড়ী তেমন পাওয়া যায়না। এর ওপর ওই দিকের সড়কের কাজের জন্য রাস্তা বন্ধ থাকলে গাড়ী একেবারেই পাওয়া যাবেনা। তাই আমরা শুক্রবার রাত ১২টা হতে রবিবার সকাল ৬টা পর্যন্ত আমাদের সকল ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।