শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৬ মে ২০২৩, ২১:৪২

চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বিচারপতি মোঃ রেজাউল হাসান

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বিচারপতি মোঃ রেজাউল হাসান

চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান।

শুক্রবার ( ২৬ শে মে ) বিকেল সাড়ে তিনটায় জেলা জজ আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক , জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপস ) পলাশ কান্তি নাথ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী , জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন , জেলা জজ আদালতের পিপি এডভোকেট রণজিৎ রায় চৌধুরী , জিপি এডভোকেট আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বতমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুইয়া সহ কার্যকরী কমিটির সদস্যসহ বিচার বিভাগের বিচারকগন উপস্থিত ছিলেন ।

এর আগে বিচারপতি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছলে জেলা দায়রা জজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও পিপি এবং জি পি দের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দুপুরে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন। এরপর জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে মোকদ্দমা নিষ্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা জজ আদালতের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়