বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ১৯:৪৫

হাজীগঞ্জ শাহরাস্তিতে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তায় অক্সিজেন কনসেনটেটর বিতরণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ শাহরাস্তিতে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তায় অক্সিজেন কনসেনটেটর বিতরণ

হাজীগঞ্জ শাহরাস্তিতে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তায় অক্সিজেন কনসেনটেটর বিতরণ করা হয়েছে। কনসেনটরগুলো উভয় উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট তুলে দেয়া হয়। এতে করে করোনা আক্রাš Íরোগীর অতিদ্রুত অক্সিজেন সেবা পাবে।

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাওয়ার সেলের মহাপরিচালক চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহায়তা হাজীগঞ্জের ‘হিউম্যান ফাউন্ডেশন’ ও শাহরাস্তির বিডি ক্লিন শাহরাস্তি দুটি সামাজিক সংগঠনের মাঝে দুটি অক্সিজেন কনসেনটেটর দেয়া হয়।

হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় "হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগার" এর কার্যালয়ে অক্সিজেন কনসেনটেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। এ সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী অনুষ্ঠানের উদ্বোদন করেন "হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী এবং সহ-সভাপতি ইমন তালুকদার

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন (বতু) মিয়াজী, হাজীগঞ্জ পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কবীর কাজী, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

অপরদিকে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থ্রি স্টার কমিউনিটি সেন্টারে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান মিন্টু শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন "বিডি ক্লিন" এর প্রধান সমন্বয়ক মশিউর রহমান ও আইটি সমন্বয়ক সজিব আহমেদ অক্সিজেন কনসেনটেটর করা হয়।

কনসেনটেটর হস্তান্তর অনুষ্ঠানের সঞ্চালনা মাহবুব চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল, সাবেক ছাত্রনেতা এফ কে বাবু, ব্যবসায়ী ইমন, সাবেক ছাত্রনেতা প্রকৌঃ নেছার পাটওয়ারী, মামুন, ছাত্রলীগ নেতা ফরহাদ, সালামত,মাহির, অপু, ইমনসহ অন্য নেতৃবৃন্দ। উল্লেখ্য ইতিপূর্বে ম্যাক্স গ্রুপ ও আইইবির উদ্যোগে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের সহযোগিতায় হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রি-সাইকেলে ৪০টি অক্সিজেন সিলিন্ডার প্রধান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়