প্রকাশ : ১৪ মে ২০২৩, ২০:১৭
চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে শহরবাসী
ঘূর্ণিঝড় মোখা’র কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর চাঁদপুর শহরবাসীর দুর্ভোগ বেড়েছে। রোববার ভোর থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার বাখরাবাদের গ্যাস সরবরাহে রিজার্ভ গ্যাস পাওয়া গেলেও রোববার (১৪ মে) তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
|আরো খবর
বাখরাবাদের ওই ব্যবস্থাপক আরো জানান, চাঁদপুরে মোট গ্রাহক ও সংযোগ আছে প্রায় ২৩ হাজার।এছাড়া ৫টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে।চাঁদপুরে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৮ মিলিয়ন ঘনফুট। দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চাঁদপুরে গ্যাসের এ সমস্যা কিছু দিন থাকবে বলে মনে করেন তিনি।
মহেশখালী এলএনজি টার্মিনাল পুনরায় চালু হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে, গ্যাস সংকটের কারণে চাঁদপুরের সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়েছে। অনেক গাড়িতে গ্যাস নিতে গিয়ে ফিরে আসতে হয়েছে। চান্দ্রা- হাইমচর রুটের সিএনজি চালক রবিউল(৩৮) বলেন, শনিবার গ্যাস পেয়ে ছিলাম।রোববার সকালে স্টেশনে গেলাম, গ্যাস পাইনি।শহরের পুরাণবাজার এলাকার বাসিন্দা গৃহিণী নাজমা বেগম বলেন, রোববার সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবো,দেখি চুলা জ্বলছে না। সকাল থেকে লাইনে গ্যাস নেই। গ্যাস না থাকায় রান্না করতে পারিনি। ননদ লাকড়ি চুলায় রান্না করে পাঠিয়েছে। এখনো গ্যাস নেই।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস-সংকট থাকবে।